Sunday, May 15, 2011

টিসিবি মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি করবে

টিসিবি মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি করবে

পিবিসি নিউজ: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি করবে। এ ব্যাপারে মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের সাথে আগামী দুই মাসের মধ্যে টিসিবি�র এক চুক্তি স্বাক্ষরিত হবে।

এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে সফররত মালয়েশিয়ার প ান্টেশন ইন্ডাস্ট্রিজ এন্ড কমোডিটিস মন্ত্রী বার্নার্ড জি ডমপেকের নেতৃত্ব দশ সদস্যের এক প্রতিনিধিদল আজ বাণিজ্যন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সাথে সাক্ষাৎ করতে এলে হাইকমিশনার জামাল উদ্দিন সাবেহ, মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের চেয়ারম্যান ডাটো সাবরি আহমেদ এবং মালশিয়ান পাম অয়েল কাউন্সিল-এর চেয়ারম্যান ডাটো লী ইয়ো চোর উপস্থিত ছিলেনএ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুস্তফা মহিউদ্দিন, যুগ্ম সচিব মনোজ কুমার রায় এবং মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিলের আঞ্চলিক ম্যানেজার এ কে এম ফখরুল আলম উপস্থিত ছিলেন

মালয়েশিয়ান মন্ত্রী বলেন, সে দেশের প্রচুর পরিমাণে পাম অয়েল উৎপন্ন হয়, যা দ্বারা বাংলাদেশের চাহিদা মতো প্রয়োজনীয় পরিমানে তেলের যোগান দেয়া সম্ভবতিনি দুই ভ্রাতৃপ্রতিম বন্ধুৃদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে নানা বিষয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে তার দেশের আগ্রহের কথা জানান

ফারুক খান বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৫ লাখ টন ভোজ্য তেলের চাহিদা রয়েছেএর মধ্যে প্রতিবছর প্রায় ১২ লাখ মেট্রিক টন ভোজ্যতেল বেসরকারি ব্যবস্থাপনায় আমদানি করা হয়

সরকার বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভোক্তা সাধারণকে সাশ্রয়ী মূল্যে তেলের যোগান দিতে টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি করবেতিনি আরো জানান, আগামী ৮ থেকে ১০ জানুয়ারী মালয়েশিয়ায় আয়োজিত বাংলাদেশ রোড শোতে তার অংশগ্রহণকালে পাম অয়েল আমদানীর বিষয়ে সে দেশের অয়েল বোর্ডের সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে

তিনি বাংলাদেশের ওষুধের উৎকৃষ্ট মানের কথা মালয়েশিয়ান মন্ত্রীকে অবহিত করেন এবং সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশে মালয়েশিয়ান বিনিয়োগের আহবান জানান

উলে খ্য, ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশ ৩১ দশমিক ২৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য মালয়েশিয়ায় রফতানি করছেপক্ষান্তরে সে দেশ থেকে একই সময়ে আমদানী করেছে ৬৯৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য

Source: www.probashibarta.com

No comments:

Post a Comment